
যাত্রা
Soma
পথ কখন-ও সুউচ্চ দীগন্তে বিলীন,
কখন-ও বা বিস্তিৃত সবুজ-হলুদ মালভূমির বুক চিরে
সর্পিল।
দানবাকৃতি ট্রাককে অনায়াসে টপকে
ডানা মেলেছি মালভূমির বুক চিরে
বর্ণিল।
অসহ্য সুন্দর সবুজ ঢালে ভেড়ার পাল
পাহার ডিঙিয়ে, মরুভূমি পেরিয়ে দুজন মালভূমির বুকচিরে
স্বপ্নীল।
দুর্গম দুস্তর ছিল পথ
হতাশা আশঙ্কা আর অবিশ্রাম রক্তপাতে
রক্তিম।
লুপ্তপ্রায় চেতনা থেকে অর্ধচেতন অতঃপর জাগরণ
চেতনার সহস্র স্তর পেরিয়ে যেমন কূলে ফেরে হালছাড়া বোধ
আচম্বিৎ।
তেমন-ই দ্বিধা কুয়াশার জাল ছিঁড়ে হালছাড়া স্বপ্নরা ফেরে
অচেনা হতে থাকা অতি চেনাজন হাতধরে, রতের আকাশ
চন্দ্রীল।
জানা শোনা বোঝার জট এড়িয়ে
হতাশাদের ছিঁড়েখুঁড়ে মালভূমির বুকচিরে
রঙ্গীল।
Chhobi: Internet
No comments:
Post a Comment